খুলনা | সোমবার | ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

পাকিস্তানে যাবে না ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে দুবাইয়ে!

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৫ এ.এম | ০৯ নভেম্বর ২০২৪


আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। স¤প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তারা এবং নিজেদের সবগুলো ম্যাচ দুবাইয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছে।  
বোর্ডের এক সূত্র জানিয়েছেন, আমাদের অবস্থান এটা এবং নড়চড় হওয়ার কোনও কারণ দেখি না। আমরা তাদের লিখিত জানিয়েছি এবং আমাদের ম্যাচগুলো দুবাইয়ে নেওয়ার অনুরোধ করেছি। আগামী ১৯ ফেব্র“য়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৫০ ওভারের এই আইসিসি ইভেন্টে অংশ নেবে শীর্ষ আট দল। করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি আয়োজক শহর। 
গত বছর এশিয়া কাপের আগে আয়োজক পাকিস্তানের চাপের মধ্যেও শ্রীলঙ্কায় তাদের ম্যাচ সরাতে পেরেছিল। গত মাসে ইসলামাবাদে সাংহাই করপোরেশন সংস্থার বৈঠকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মুহাম্মদ ইশাক দারের সাক্ষাৎ হয়েছিল। ২০১৫ সালের পর প্রথমবার দুই দেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তির সঙ্গে এমন সাক্ষাতের পর আশা জাগে, বৈরিতা সরিয়ে রেখে ভারত পাকিস্তানে খেলতে যাবে। প্রয়োজনে লাহোরে ভারতের সবগুলো ম্যাচ আয়োজন করা হবে, যাতে তারা চাইলে খেলে ওইদিনই দেশে ফিরতে পারে। কিন্তু সেই আশায় গুঁড়েবালি দিলো বিসিসিআই সূত্রের সবশেষ বক্তব্য।
 

্রিন্ট

আরও সংবদ