খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

খুলনা জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা এমরান হুসাইনের শপথ গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ০৯ নভেম্বর ২০২৪


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, যেখানে দেশবিরোধী ষড়যন্ত্র হবে সেখানে ছাত্র-জনতা মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। ইসলামী শাসন ব্যবস্থা মানুষদের নিরাপত্তা দিতে পারে। দুর্নীতির মূলতপাটনে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। 
শুক্রবার বিকেলে খুলনা মহানগরী আল ফারুক সোসাইটি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা এমরান হুসাইনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 
নবনির্বাচিত খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। 
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মুন্সি মঈনুল ইসলাম, এড. মোস্তফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাউসুল আযম হাদি, শেখ সিরাজুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, এড. আবু ইউসুফ মোল্লা, স ম এনামুল হক, আব্দুর রব, খান গোলাম রসুল, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ প্রমুখ। 
নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক।
 

্রিন্ট

আরও সংবদ