খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

ডাঃ সওকাত লস্করের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মেডিকেল ক্যাম্প

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ০৯ নভেম্বর ২০২৪


বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাক্টিশনার্স এসোসিয়েশন (বিপিএমপিএ) খুলনা শাখা কর্তৃক আয়োজিত বিপিএমপিএ খুলনা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বায়োফার্মা’র সাবেক চেয়ারম্যান মরহুম ডাঃ মোঃ সওকাত আলী লস্করের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর সিটি ইমেজিং সেন্টার (খলিল চেম্বার) খুলনায় দোয়া মাহফিল ও মেডিকেল ক্যাম্প এবং গরীব, অসহায়, দুস্থ রোগীদের মাঝে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। 
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিপিএমপিএ খুলনা শাখার সভাপতি ডাঃ গাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা কামালসহ কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ। মেডিকেল ক্যাম্পে রোগী দেখেছেন মেডিসিন রোগ বিশেষজ্ঞ ডাঃ এম এ হান্নান ও মেডিকেল অফিসার ডাঃ আলভি লস্কর, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ কাজি হাফিজুর রহমান, সার্জারী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু, কার্ডিওলজী বিশেষজ্ঞ ডাঃ এম. আর. খান, ডায়াবেটিকস রোগ বিশেষজ্ঞ ডাঃ এম বি জামান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ মোঃ আশফাক আহমেদ, গাইনী ও স্ত্রী রোগে অভিজ্ঞ ডাঃ সৈয়দা জাহানারা মাহমুদ এবং গাইনী ও বন্ধ্যাত্ত¡ রোগ বিশেষজ্ঞ ডাঃ নাস্তারান লস্কর, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল বিশেষজ্ঞ ডাঃ মোঃ শহীদুল ইসলাম শামীম। মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত¡াধায়নে ছিলেন বিপিএমপিএ খুলনা শাখার চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ শাহীন নওরোজী ও দপ্তর সম্পাদক ডাঃ নাজদান লস্কর। আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ বোরহান উদ্দিন আহমেদ, ডাঃ গৌতম রায়, ডাঃ কানিজ ফাহমিদা, ডাঃ বিশ্বজিৎ সরকার, ডাঃ মোল¬া হারুন-অর-রশিদ, অধ্যাপক ডাঃ এস এম কামরুল হক, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ নাদমিন লস্কর, ডাঃ মোঃ জাহিদ হোসেন ও শমসের আলী মিন্টু প্রমুখ।  

্রিন্ট

আরও সংবদ