খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

চাকুরি হারানোর শঙ্কায় ৩৫৭৪ পুলিশ

খবর প্রতিবেদন |
১২:৪৬ এ.এম | ০৯ নভেম্বর ২০২৪


স¤প্রতি প্রশিক্ষণরত অবস্থায় উপ-পরিদর্শক (এসআই) পদের ৩১০ জনকে অব্যাহতি দেয়া হয়েছে। এরপর থেকে চাকুরি হারানোর শঙ্কায় আছেন প্রশিক্ষণরত ৩ হাজার ৫৭৪ জন কনস্টেবল। এই উভয় পদের জনবল ক্ষমতাচ্যুত আ’লীগ সরকারের শেষ সময়ে নিয়োগ দেয়া হয়। শুক্রবার দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 
এতে বলা হয়, আ’লীগ সরকারের দেড় দশকে পুলিশ বাহিনীতে নিয়োগ পাওয়া বিসিএস ক্যাডার কর্মকর্তাসহ বিভিন্ন পদের সদস্যদের বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে। সর্বশেষ ৩ হাজার ৫৭৪ জন কনস্টেবল নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে। তাদের বেশির ভাগের ক্ষেত্রে দলীয় পরিচয়কে প্রাধান্য দেয়া হয়েছে। এছাড়া প্রাধান্য পেয়েছে বিশেষ জেলাগুলো। আর এজন্য তাদের বিষয়ে জোরালো তদন্ত শুরু হয়েছে।
এই কনস্টেবলরা নোয়াখালী, টাঙ্গাইল, রংপুর, খুলনা ও রাঙ্গামাটি পুলিশ ট্রেনিং সেন্টার, সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত। আগামী দুই মাসের মধ্যে তাদের কর্মস্থলে যাওয়ার কথা রয়েছে। তবে তাদের নিয়োগ বাতিল করবে নাকি কর্মস্থলে যোগ দিতে বলা হবে, তা নিয়ে পুলিশ সদর দপ্তরে আলোচনা চলছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। 
এদিকে, চাকুরিচ্যুত এসআইদের কেউ কেউ ক্ষোভ জানাচ্ছেন। স¤প্রতি অব্যাহতি পাওয়া একজন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেছেন, শৃঙ্খলাভঙ্গের মতো কোনো কাজ তারা করেননি। কী কারণে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হলো, তা বুঝতেই পারছেন না। বিগত সরকারের আমলে পুলিশে নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে কনস্টেবল এসআই ও সহকারি পুলিশ সুপারদের নিয়োগ পর্যালোচনা করা হচ্ছে।

্রিন্ট

আরও সংবদ