খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

দক্ষ জনশক্তি গঠনে প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : কুয়েট ভিসি

খবর বিজ্ঞপ্তি |
০১:১৪ এ.এম | ০৯ নভেম্বর ২০২৪


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের উদ্যোগে ইনহ্যানসিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনোমি প্রোজেক্টের আওতায় ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস’ প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দশ ব্যাচের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।  
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, দক্ষ জনশক্তি গঠনে এই প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণটি অত্যন্ত সময় উপযোগী। দক্ষ জনশক্তি গঠনে সরকারের এই প্রচেষ্টাকে সফল করার জন্য আমরা যার যার অবস্থান থেকে সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাব।
বিশেষ অতিথি ছিলেন এজ প্রোজেক্ট পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এম এ হাসেম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর  ড. আশরাফুল গণি ভূঁইয়া এবং কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার এবং আইসিটি সেলের চেয়ারম্যান এবং এজ প্রোজেক্টের কুয়েট এর ট্রেইনিং কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আরাফাত হোসেন। 
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তৃতা করেন সাবরিনা পারভিন লিমা, মোহাম্মদ আশরাফুল রহমান, মানিক মাতুব্বর প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষকদের মধ্যে থেকে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগরে বিভাগীয় প্রধান প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী (সিস্টেম এনালিস্ট) প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন এবং ডিজিটাল বিজ ইনস্টিটিউটের চিফ এক্সিকিউটিভ অফিসার মেহেদী হাসান প্রিন্স।
অনুষ্ঠানে প্রশিক্ষণের অধীনে দশটি ব্যাচে সফলভাবে বিভিন্ন কোর্সে ২২১ জন উত্তীর্ণ হয়েছে তাদের হাতে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদসহ উপস্থিত অতিথিবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ