খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

বিক্ষোভ মিছিল ও গেট সমাবেশে বক্তারা

লিজ প্রথা বাতিল, পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পরিশোধ করুন

খবর বিজ্ঞপ্তি |
০১:১৬ এ.এম | ০৯ নভেম্বর ২০২৪


বিভিন্ন দাবিতে শুক্রবার বিকেল ৪টায় খালিশপুর জুটমিল গেটচত্বরে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খালিশপুর-দৌলতপুর জুটমিল কারখানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন। সঞ্চালনা করেন সহ-সভাপতি মোঃ ডালিম কাজী। 
সভায় পাটকলসহ বন্ধ সকল রাষ্ট্রীয় কলকারখানা দুর্নীতি ও লুটপাটমুক্ত করে আধুনিকায়নের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থায় চালু, শ্রমিকদের সকল পাওনা সঠিক হিসাব অনুযায়ী প্রদান, মাথাভারি প্রশাসন ও দুর্নীতিযুক্ত বিজেএমসির সংস্কার করাসহ তৎকালীন মন্ত্রী, সচিব, খুলনা বিভাগীয় সাবেক শ্রম পরিচালক মিজানুর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত ও বিচার, যে সকল রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ দেয়া হয়েছে এবং প্রক্রিয়াধীন আছে সেগুলো বাতিল, ২০১০ সালের ম্যান্ডেটরি প্যাকেজিং এক্ট কার্যকর করা, কাঁচাপাট সরাসরি রপ্তানি বন্ধ ঘোষণা করা, আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে মিল কর্তৃক যে সকল ফৌজদারি মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করা এবং খুলনায় আন্দোলন চলাকালীন শ্রমিক ও নাগরিক নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা-যশোর আঞ্চলিক কারখানা কমিটির আহবায়ক ও খালিশপুর জুটমিলের সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন মনি, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল,খালিশপুর-দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবীর, খুলনা-যশোর আঞ্চলিক কমিটির উপদেষ্টা মোঃ নূরুল ইসলাম, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ শফিউদ্দীন, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সভাপতি নূর মোহাম্মদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলার আহবায়ক রাফেজা বেগম, সদস্য সচিব ও জেজেআই শ্রমিক নেতা সামস সারফিন সামন, শ্রমিক নেতা আবুল কালাম, মোঃ উজ্জ্বল, মোঃ সোহেল প্রমুখ। 
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল খালিশপুর জুটমিল গেট থেকে শুরু হয়ে দৌলতপুর জুটমিল গেটের সামনে এসে শেষ হয়।

্রিন্ট

আরও সংবদ