খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

সিরিজ বাঁচানোর লক্ষ্যে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০১:১১ পি.এম | ০৯ নভেম্বর ২০২৪


আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে শান্ত-মিরাজরা । তবে ৯২ রানের বড় হারের চেয়েও সমর্থকদের অবাক করেছে লাল-সবুজের দলের অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়। ২ উইকেটে ১২০ রান থেকে এরপর লাল-সবুজের দল অলআউট হয় ১৪৩ রানে। এমন অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচ হারায় টাইগারদের সামনে লক্ষ্য এখন সমতায় ফেরার। আজ দ্বিতীয় ম্যাচে হারলেই যে সিরিজ খোয়াতে হবে লাল-সবুজের দলকে। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচের আগে দুঃসংবাদও পেয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে কিপিংয়ের সময়ে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এ কারণে সে ম্যাচে তিনি ব্যাটও করেছেন সাত নম্বরে।

এরপর জানা গেছে, আঙুলে চিড় ধরা পড়েছে তার। এ কারণে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। মুশফিক আজই দেশে ফিরে আসতে পারেন বলেও জানা গেছে। এদিকে মুশফিকের বদলে আজ দলে জায়গা পেতে পারেন জাকের আলী কিংবা জাকির হোসেন।

অবশ্য মুশফিক না থাকলেও দলের সঙ্গে যুক্ত হয়েছেন আরও দুইজন। স্কোয়াডে থাকলেও ভিসা জটিলতার কারণে ঠিক সময়ে আরব আমিরাতে না পৌছাতে পারায় প্রথম ম্যাচে খেলতে পারেননি পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ। তবে এ দুজন দলে যোগ দিয়েছেন। নাসুম সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে, আর রানার এখনো একদিনের ক্রিকেটে অভিষেক হয়নি।

দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও জানিয়েছেন ঘুরে দাঁড়ানোর কথা। গতকাল সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।’

শারজায় আজ দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়। এ বছর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর টানা হারের বৃত্তে বাংলাদেশ। ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়ে হারের পর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও হোয়াটিটওয়াশ হয়েছে টাইগাররা। এরপর নিজেদের প্রিয় ফরম্যাত ওয়ানডেতে খেলতে নেমেও আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এক হার। এমন অবস্থায় সিরিজে সমতায় ফেরার পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাস বাড়াতেও বেশ গুরুত্বপূর্ণ একটি জয়।
 

্রিন্ট

আরও সংবদ