খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

১৭ বছর পর বিপ্লব ও সংহতি দিবস পালন মোংলা বিএনপির

মোংলা প্রতিনিধি |
০১:২৯ পি.এম | ০৯ নভেম্বর ২০২৪


মোংলায় দীর্ঘ ১৭ বছর পর উম্মুক্ত ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে পৌর ও উপজেলা বিএনপি। আজ শনিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা রিমঝিম চত্ত্বর এসে জড়ো হয়। পরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির আহবায়ক মো: জুলফিকার অলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব মো: মোজাফ্ফার আলম, উপজেলা বিএনপির আহবায়ক মো: মান্নান হাওলাদার, সাবেক যুব দল নেতা আবু হোসেন পনি, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এমরান হোসেন, খোরশেদ আলম সহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর যাবত আমরা রাস্তায় বের হতে পারেনী, মিটিং মিছিল বা কোন সমাবেশও করতে পারেনী আওয়ামী সন্ত্রাসীদের কারণে। আজ উম্মুক্ত স্থানে সমাবেশ করতে পেরে নেতাকর্মীরা আনন্দিত। এছাড়া বিএনপি’র নেতাকর্মীদের নামে গায়েবী মামলা প্রত্যাহারসহ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সকল অপকর্মের বিচার দাবি করেন উপস্থিত নেতাকর্মীরা।

্রিন্ট

আরও সংবদ