খুলনা | শুক্রবার | ০৩ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

কালীগঞ্জে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে যখম

ঝিনাইদহ প্রতিনিধি |
০২:৪০ পি.এম | ০৯ নভেম্বর ২০২৪


ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম প্রতিপক্ষরা। আজ শনিবার (০৯ নভেম্বর) সকালে কোলা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কোলা বাজারে বসে ছিলো ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লা। সেসময় রাজনৈতিক প্রতিক্ষপক্ষরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে। স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।

কোলা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় গোলাম সরোয়ার হোসেন মোল্লার সাথে পার্শবর্তী জামাল ইউনিয়নের বিএনপি নেতা হারুনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই জেরে এ হামলার ঘটনা বলে জানিয়েছে স্থানীয়রা।

্রিন্ট

আরও সংবদ