খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

মাওয়া ও পাগলায় মাছ লুটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৫০ পি.এম | ০৯ নভেম্বর ২০২৪


সাতক্ষীরা থেকে ঢাকাগামী মাছের ট্রাক থামিয়ে মাওয়া ও পাগলা এলাকায় প্রতিনিয়ত মাছ লুটের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা মৎস্য ট্রান্সপোর্ট মালিক ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা। শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনের বক্তারা অভিযোগ করে বলেন, কোস্ট গার্ডের মাওয়া ও পাগলা বিসিজি স্টেশনের কথিত সোর্স রাজিবের সহযোগীতায় মাছ বহনকারী ট্রাক থেকে নিয়মিত মাছ লুট করা হচ্ছে। এই লুটের কারণে মৎস্য ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে তারা ব্যবসা পরিচালনা করতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই ধরণের অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে এবং মৎস্য ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া দাবি জানান বক্তারা।
সাতক্ষীরা মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী আব্দুর রহমান মানববন্ধনে সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জয়নাল আবেদীন, আবু জাফর, রোকনুজ্জামান, রহমত উল­াহ, উত্তম বাবু, রনো বাবু প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী রহমত আলী, বিশ্বনাথ মেম্বার, আব্দুস সামাদ, ক্ষুদ্র মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম, চয়ন ফিসের সুকুমার বিশ্বাস, মিন্টু, তাইজুল বিশ্বজিৎ দাস, ইউনুস আলী, বাপ্পী প্রমুখ।
এবিষয়ে ব্যবসায়ীরা কোস্ট গার্ডের মহাপরিচালক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বলে জানান। 

্রিন্ট

আরও সংবদ