খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

অভয়নগরে রামদায়ের কোপে নারীসহ জখম ২

অভয়নগর প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ০৯ নভেম্বর ২০২৪


অভয়নগর উপজেলার ধোপাদী (দক্ষিণপাড়া) গ্রামে শিশুদের মধ্যে খেলা নিয়ে দ্ব›েদ্বর জেরে প্রতিপক্ষের রাম দায়ের কোপে নারীসহ দুইজন রক্তাক্ত জখম হয়েছেন। এরা হলেন ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী বিলকিস বেগম (৪৮) ও তার চাচাতো ভাসুর রুহুল আমিন মোল­া (৫৮)। গত বুধবার (৬/১১/২৪) সকাল দশটায় প্রতিবেশী গোলাম আলী মোল­ার ছেলে সাইফুদ্দিন মোল­া (৩৮) তার লোকজন নিয়ে এ হামলা করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ সময় ধস্তাধস্তিতে সাইফুদ্দিনের দুইজন লোক আহত হয়েছে বলে জানা গেছে। এঘটনায় গত শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, এ ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

্রিন্ট

আরও সংবদ