খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

পাটকেলঘাটায় অনলাইন জুয়া প্রতিরোধে মাঠে প্রশাসন

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ০৯ নভেম্বর ২০২৪


পাটকেলঘাটার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও হাটবাজার কমিটির নেতৃবৃন্দের সাথে ধারাবাহিক মতবিনিময় করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক শেখ মোঃ রাসেল। তিনি স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষের মাঝেও সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করছেন।
শনিবার বিকেলে তিনি পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়ন পরিদর্শন করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনসহ সকল ইউপি সদস্যের সাথে ইউনিয়নের উন্নয়নূলক কাজ, আইন-শৃঙ্খলা ও সার্বিক বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি ইউনিয়নের ফুলবাড়ি বাজারের বাজার কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত দোকান মালিকদের সাথে কথা বলেন। বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিতকল্পে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে বাজারের সবার করণীয়, নিয়মিত ট্রেড লাইসেন্স ও ডিলিং লাইসেন্স নবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উলে­খ্য, গত ১ নভেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী ও ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি উপজেলা প্রশাসনকে দুর্নীতি অনিয়ম মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বলেন।

্রিন্ট

আরও সংবদ