খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবলে গোপালগঞ্জ দল জয়ী

রূপসা প্রতিনিধি |
১২:০৪ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


শহীদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের শেষ খেলা গতকাল শনিবার বিকেলে রূপসার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে গোপালগঞ্জ ফুটবল একাডেমি এবং এসবি আলী ফুটবল একাডেমি খুলনা। খেলায় গোপালগঞ্জ ফুটবল একাডেমি ১-০ গোলে এসবি আলী ফুটবল একাডেমিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের হয়ে একমাত্র গোল করেন ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রণয়। ম্যান দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজীত হলের খেলোয়াড় শাওন। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, আলী আকবর, মোঃ তানভির। ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইউসুফ আলী, বিএনপি নেতা আঃ মালেক শেখ, ক্রীড়া সংগঠক আলম শেখ, আবুল কালাম, ফুটবল কোচ মোঃ মুস্তাকুজ্জামান, ফিফা রেফারি জুনায়েদ শরীফ, রউফুল হক মুকুল, সাজ্জাত হোসেন, সৈয়দ কামরুজ্জামান নান্টু, আয়ূব খান, মোঃ মানিক, মনির শেখ, ইসলাম সরদার, জামাল শেখ, শাহাজাদা আলমগীর, হাসান ফারাজী, জহির খান, মোঃ হানিফ, তাহসিন প্রমুখ। আগামী ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আইচগাতী জেকেএস ক্রীড়া সংস্থা এবং বটিয়াঘাটা তরুণ সংঘ।

্রিন্ট

আরও সংবদ