খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

সাতক্ষীরা সীমান্তে ১ কোটি ৩৪ লক্ষ টাকার ৬টি স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪৬ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। শনিবার সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্তর বাজার এলাকা থেকে এই স্বর্ণসহ তাকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার টাকা। 
আটক স্বর্ণ চোরচালানী মোঃ রাশেদুল ইসলাম (২৪) কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মোঃ আনিছ জামানের ছেলে। সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে শনিবার সকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হবে। উক্ত সংবাদ পেয়ে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির এসআইপির সদস্য নায়েক মোঃ হরমুজ-এর নেতৃত্বে একটি আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এবং রেফারেন্স পিলার ৬ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোয়াল চত্বর বাজার এলাকা কৌশলে অবস্থান নেয়। 
সকাল ৮টার দিকে চোরাকারবারী মোঃ রাশেদুল ইসলাম একটি ভ্যানযোগে সীমান্তের দিকে গমনকালে বিজিবির আভিযানিক দল তাকে আটক করে। পরে তার দেহ তল­াশী করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছোট বড় ৬টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৩৪ লক্ষ ৮৬ হাজার টাকা। 
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক, বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের পূর্বক স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

্রিন্ট

আরও সংবদ