খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

ফকিরহাটে আলমসাধুসহ ১২৫০ কেজি লোহার সরঞ্জাম উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি |
১২:৪৬ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


ফকিরহাট উপজেলার সুখদাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২৫০ কেজি লোহার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি আলমসাধু জব্দ করা হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুখদাড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি আলমসাধুসহ লোহার বিভিন্ন সরঞ্জাম পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি আলমসাধুসহ ১২৫০ কেটি লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ