খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

তেরখাদায় যৌথ বাহিনীর অভিযান

ইউপি চেয়ারম্যান বুলবুলসহ দু’জন আটক, ১৭০ পিস ইয়াবা উদ্ধার

তেরখাদা প্রতিনিধি |
১২:৫০ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে তেরখাদান সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদসহ দু’জন আটক হয়েছে। এ সময় ইয়াবা, দেশি অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। নৌ গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজার এলাকায় লেঃ কমান্ডার মোঃ নাঈম-উল হক (সি) বিসিজিএম, বিএন, এর নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধারে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ (৪৬) কে আটক করা হয়। এছাড়া নাশকতার মামলার আসামি ছমির বিশ্বাসকে আটক করা হয়। বুলবুলের তথ্য মতে তার বাগান বাড়ি হতে ১৭০ পিস ইয়াবা, ২টি রামদা, টর্চ লাইট ১টি, তালা কাটা মেশিন ১টি, মোটরসাইকেল ১টি ও নগদ ১৮ গাজার ৮শ’ টাকাসহ মাদক সেবন এর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। চেয়ারম্যান বুলবুল আহমেদ ও ছমির বিশ্বাস তেরখাদা থানার নাশকতা মামলার আসামি। বুলবুল আহমেদ এর আগেও দু’টি (অস্ত্র ও মাদক) মামলার আসামি বলে জানা গেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ