খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

সুন্দরবনের ধানসিদ্ধির চর থেকে ২০ হরিণ শিকারী আটক, ফাঁদসহ সরঞ্জাম উদ্ধার

মোংলা প্রতিনিধি |
১২:৫২ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


অবৈধ ভাবে গোপনে দুবলার চরে যাওয়ার পথে সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে ৩০ হরিণ শিকারীকে আটক করেছে বন বিভাগ। পাস-পারমিট বিহীন অবৈধ পথ দিয়ে যাওয়ার সময় শুক্রবার দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলারসহ তাদের কাছ থেকে হরিণের শিকারের ফাঁদ ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। 
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, পশুর নদী হয়ে সুন্দরবনের ধানসিদ্ধির চর সংলগ্ন এলাকায় পৌঁছায় এক দল হরিণ শিকারী। তাদের উদ্দেশ্য বনের হরিণ শিকার করা। সেজন্য ট্রলার ভর্তি হরিণ শিকারের ফাঁদও নেওয়া হয়। কিন্তু বিধি বাম। বনরক্ষীদের হাতে আটক হয় ২০ হরিণ শিকারী। বিকেলে আটককৃতদের জেল হাজতে পাঠায় বন বিভাগ।
চাঁদপাই রেঞ্জের স্টেশনের অপারেশন কর্মকর্তা মোঃ আল আমিন এই তথ্য নিশ্চিত করে বলেন, সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে ট্রলার যোগে পশুর নদীতে টহল প্রদান কালে একটি ইঞ্জিন চালিত ট্রলার দেখতে পান তারা। এ সময় ট্রলারটি নন্দবালা টহল ফাঁড়ির অফিস অতিক্রম করে নিচের দিকে যাওয়ার সময় আমরা তাদেরকে থামার জন্য লাইট দিয়ে সংকেত দিলে তারা ট্রলার না থামিয়ে দ্রুত গতিতে বনের গহীনের দিকে ছুটে যায়। একপর্যায়ে তাদের পিছু পিছু ধাওয়া করে ধানসিদ্ধির চর সংলগ্ন মাঝ নদী থেকে তাদের ট্রলারটি এবং ট্রলারে থাকা ২০ শিকারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের ট্রলারটি তল­¬াশী করে হরিণ শিকারের বেশ কিছু ফাঁদ জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে চাঁদপাই রেঞ্জে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তারা সবাই ঢাকা, নারায়ণগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায় বন বিভাগের এ কর্মকর্তা।

্রিন্ট

আরও সংবদ