খুলনা | সোমবার | ০৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

ঝিকরগাছায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

শার্শা (যশোর) প্রতিনিধি |
০১:২৮ এ.এম | ১০ নভেম্বর ২০২৪


যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান (২৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে উপজেলা মোবারকপুর গ্রামস্থ পাইলট বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত পিয়াল উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে।
বাবা কিতাব আলী বলেন, দুপুরে ভাত খাওয়ার জন্য পিয়াল বাজার থেকে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে রেল স্টেশন এলাকায় পৌঁছালে তার ওপর হামলা চালায় মোবারকপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে শাহীন রেজা ও শামীম, আমিরুল ইসলামের ছেলে ডালিম ও রিপন, ইয়াকুব আলীর ছেলে সোহেল, আব্দুস সোবহানের ছেলে মেহেদী ও আইয়ুব এবং ইসমাইলসহ অজ্ঞাত ১০/১৫ জন। তারা প্রথমে বোমা বিস্ফোরন ঘটালে পিয়াল তাঁদের হাত থেকে বাঁচতে মোবারকপুর গ্রামস্থ গার্লস স্কুলের মধ্যে ঢুকে পড়ে। এ সময় তার পিছু নিয়ে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন সেখানকার চিকিৎসক। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক পার্থ সারথী রায় বলেন, হাসপাতালে আনার আগেই পিয়ালের মৃত্যু হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।
চাচা সিরাজুল ইসলাম জানান, পিয়াল অভিযুক্ত শামীম-শাহীনের বাবা কামারুল ইসলামকে ছুরিকাঘাতের মামলায় গত বৃহস্পতিবার কারাগার থেকে জামিনে বের হয়েছে। এ নিয়ে শনিবার সন্ধ্যায় মীমাংসা বৈঠকের কথা ছিল। এর আগেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, পূর্ব শত্র“তার জের ধরে হত্যাকান্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতির পাশাপাশি অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।

্রিন্ট

আরও সংবদ