খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

তিনশ’ আসনে প্রার্থী দেবার ঘোষণা জামায়াতের সেক্রেটারী জেনারেলের

আশরাফুল ইসলাম নূর |
১২:৫৯ এ.এম | ১১ নভেম্বর ২০২৪


জোটবদ্ধ ভাবে সরকার পরিচালনা ও দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকলে সম্পর্কে চির ধরেছে বিএনপি-জামায়াতের। স¤প্রতি পরোক্ষভাবে পরস্পর বিরোধী বাক বিনিময় শিরোনাম হয়েছে গণমাধ্যমের। এরই মধ্যে তিনশ’ আসনে প্রার্থী দেবার ঘোষণা দিলেন বাংলাদেশ জাতায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। এসময়ে ইসলামী অন্য দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণের আভাসও দেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘তিনশ’ আসনে প্রার্থী দেবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা নির্বাচনমুখী এতো বড় রাজনৈতিক দল, যতোবার গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে-সকল সংসদেই জামায়াতের নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এমন একটা দল এতোদিন নির্বাচন করলো, সে সব আসনে নির্বাচনের প্রস্তুতি নেবেই। সব আসনে তার যোগ্য প্রার্থী ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সে কারণে আমরা প্রার্থী প্রস্তুত করা, নির্বাচনী কার্যক্রম শুরু করার পরিকল্পনা আমরা সকল শাখায় জানিয়ে দিয়েছি। তারা প্রস্তুতি নিচ্ছে।
সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলে নির্বাচনের দিনক্ষণ যখন এগিয়ে আসবে, তখন নির্বাচনের অনেক মেরুকরণ হবে। দল, জোট, কে কিভাবে নির্বাচনে যাচ্ছে! একা যাচ্ছে নাকি জোটে যাচ্ছে। তখন আরও অনেক কিছুই পরিণত (পরিপক্ক) হবে। তখন অনেক সিদ্ধান্ত নেয়া যাবে। জামায়াতে ইসলামী শুরু থেকেই বলছে, আমরা দেশ-জাতির স্বার্থে শুধু ফ্যাসিবাদ ছাড়া বাকি যেকোনো রাজনৈতিক দলের সাথে আমরা বৃহত্তর ঐক্যে আমরা যেতে রাজি আছি। যদি আমরা এমন কোনো ঐক্যে যাই-ইসলামী দল-মতের সকলের সাথে ঐক্যের একান্ত আলোচনা চলছে। সকলের মধ্যে ঐক্যের আগ্রহ আছে। এমন কোনো জোটের সিদ্ধান্তে যদি আমরা যাই-তাহলে তো আর তিনশ’ আসনে জামায়াতের প্রার্থী দিলে হবে না। তখন তাদের জন্য কিছু ছাড়তে হবে। তবে আমাদের প্রস্তুতি রয়েছে তিনশ’ আসনেই প্রার্থী দেবার।
পরে নিজ সংসদীয় আসন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময়ে জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদসহ খুলনা মহানগর ও জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনার কোন আসনে কাকে জামায়াতে ইসলামী মনোনয়ন দিচ্ছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেননি জামায়াতের সেক্রেটারী জেনারেল।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) মাওলানা আবুল কালাম আজাদ ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন।

্রিন্ট

আরও সংবদ