খুলনা | সোমবার | ০৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

অভয়নগরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৩

অভয়নগর (যশোর) প্রতিনিধি |
১২:৩৪ এ.এম | ১২ নভেম্বর ২০২৪


যশোরের অভয়নগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ তিনজন আটক হয়েছে। গত রোববার রাতে উপজেলার বুইকরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বুইকরা গ্রামের মোঃ ইকবাল খানের ছেলে মোঃ শারিফ খান (২৯), একই গ্রামের রূপা বেগম (২৬) এবং মোহাম্মদ সোহাগ (৩২)। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্প জানতে পারে বুইকরা গ্রামের মোঃ শারিফ খান নামে এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে। এরই সূত্র ধরে ক্যাম্পের একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা বুলেট ও একটি চাইনিজ কুড়ালসহ শারিফ খানকে আটক করে। পরে জব্দকৃত মালামালসহ আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। একই দিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুইকরা গ্রামের আকন্দি পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২৭০ পিস ইয়াবা ও ৪ গ্রাম হিরোইনসহ রূপা বেগম এবং মোহাম্মদ সোহাগকে আটক করে। পরে জব্দকৃত মালামালসহ তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক বিষয়টি নিশ্চিত করে জানান আটকদের এবং জব্দকৃত মালামাল অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত পৃথক মামলা প্রক্রিয়াধীন।
 

্রিন্ট

আরও সংবদ