খুলনা | সোমবার | ০৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

সাতক্ষীরা সীমান্তে ৬ কেজি ১১৫ গ্রাম রূপার গহনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৪ এ.এম | ১২ নভেম্বর ২০২৪


সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ৬ কেজি ১১৫ গ্রাম  ওজনের ভারতীয় রূপার গহনা আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কলারোয় উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে এই রূপার গহনা উদ্ধার করা হয়। তবে এ সময় বিজিবি সদস্যরা কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। 
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েক সুবেদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৩ এবং রেফারেন্স পিলার ১ হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তলুইগাছা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ তল­াশী করে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬ কেজি ১১৫ গ্রাম ভারতীয় রূপার গহনা উদ্ধার করে।  এগুলো অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত রূপার গহনার ওজন ৬ কেজি ১১৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৯৮ হাজার ৯০৫ টাকা। 
এ ব্যাপারে কলারোয়া থানায় জিডি (সাধারণ ডায়েরী) করে কোর্ট আদেশ গ্রহণ করত উদ্ধারকৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।   

্রিন্ট

আরও সংবদ