খুলনা | সোমবার | ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বোন প্রিয়াঙ্কাকে যে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিলেন রাহুল গান্ধী

খবর প্রতিবেদন |
০১:১৯ এ.এম | ১২ নভেম্বর ২০২৪


রাহুল গান্ধী তার ওয়েনাডের আসনটি ছেড়ে দিয়েছেন আগেই। তবে এই আসনের উপ-নির্বাচনের প্রচার কার্যক্রমে অংশ নিয়ে কংগ্রেস নেতা তার ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধীকে ওয়েনাডকে শীর্ষ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ জানিয়েছেন। 
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স¤প্রতি সুলতান বাথেরিতে তার বোন প্রিয়াঙ্কার পক্ষে প্রচারণা কার্যক্রমে অংশ নেন। কারণ রাহুলের ছেড়ে দেওয়া আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা।  
ওয়েনাডের আসনটি আগে থেকেই রাহুল গান্ধীর দখলে ছিল। এ বছরের সাধারণ নির্বাচনে তিনি আবারও আসনটিতে জিতেছিলেন। তবে তিনি উত্তর প্রদেশের রায়বেরেলি আসনটি ধরে রেখে কেরালার এই আসনটি ছেড়ে দেন। 
এর ফলে ১৩ নভেম্বর ওয়েনাড়ে উপ-নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। যেখানে প্রিয়াঙ্কা গান্ধী তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। 
এখানে প্রিয়াঙ্কা গান্ধীর প্রতিদ্ব›দ্বী হিসেবে রয়েছেন বামফ্রন্টের প্রার্থী সত্যন মোকেরি এবং বিজেপির নব্যা হারিদাস।
এ নিয়ে বোনের পক্ষে প্রচারণায় রাহুল গান্ধী বলেন, প্রিয়াঙ্কা গান্ধীজি হচ্ছেন এমপি প্রার্থী এবং আমার ছোট বোন। তাই ওয়েনাডের মানুষের কাছে তার সম্পর্কে অভিযোগ করার অধিকার আমার আছে। 
কংগ্রেস নেতা আরও বলেন, রাজনীতির বাইরে ওয়েনাড আমার হৃদয়ে বিকেল একটি স্থান দখল করে আছে। আমি এখানকার সবাইকে সাহায্য করতে সব সময় প্রস্তুত। যদি আমি এর সৌন্দর্য বিশ্বকে দেখাতে পারি, তবে তার সবই আমি আনন্দের সঙ্গেই করবো।
রাহুল গান্ধী একই সঙ্গে ছোট বোনকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আমি আমার বোনকে চ্যালেঞ্জ জানাতে চাই যে, তিনি যেন ওয়েনাডকে সেরা পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলেন। কেরালার কথা ভাবতেই মানুষের মনে যেন প্রথমে ওয়েনাডই চলে আসে। এটি ওয়েনাডের মানুষের জন্য এবং এর অর্থনীতির জন্য লাভজনক হবে এবং এর সৌন্দর্য গোটা বিশ্ব জানতে পারবে।
এ সময়, ওয়েনাডের মানুষ তাকে ‘ভালোবাসার মূল্যবোধ’ শিখিয়েছে উলে­¬খ কংগ্রেস নেতা বলেন, আমি এই শব্দটি ব্যবহার করিনি। তবে ওয়েনাডের মানুষ আমাকে শিখিয়েছে যে, রাজনীতিতে ভালোবাসার একটি বড় স্থান রয়েছে। ভালোবাসা ও আন্তরিকতাই হলো সেই অস্ত্র, যা ঘৃণা ও রাগের বিরুদ্ধে লড়াই করতে পারে। 
সূত্র: এনডিটিভি। 

্রিন্ট

আরও সংবদ