খুলনা | সোমবার | ০৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

মশার প্রজননস্থলে পরিণত হয়েছে নগরী

খুলনা সিটি কর্পোরেশনকে মশক নিয়ন্ত্রণে ক্রাস প্রোগ্রাম চালুর দাবি বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০১:২৫ এ.এম | ১২ নভেম্বর ২০২৪


খুলনা নগরীতে দিন-রাতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনেও মশারি বা কয়েল জ্বালিয়ে থাকতে হচ্ছে নগরবাসীকে। এতে চরম ভোগান্তির পাশাপাশি মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। অন্যদিকে ডেঙ্গুর মৌসুমকে ঘিরে নগরবাসীর মধ্য উদ্বেগ বাড়ছে উলে­খ করে খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, সদ্য বিদায়ী দুর্নীতিবাজ মেয়র তালুকদার আব্দুল খালেক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দুর্নীতিবাজ কর্মকতারা সিটি কর্পোরেশনের অধিকাংশ নালা-নর্দমা ও খাল নিয়মিত পরিষ্কার না করায় মশার প্রজননস্থলে পরিণত হয়েছে খুলনা। ফলে চলতি বছরে মৃত্যু ও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর খুলনায় ২ হাজার ৬২৬ জন আক্রান্ত ও ১৫ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল সোমবার বিএনপি’র মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বছর জুড়ে বিস্তার লাভ করা মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের তৎপরতা খুবই কম। সিটি কর্পোরেশনের নালা-নর্দমা ও খাল নিয়মিত পরিষ্কার এবং বর্জ্য অপসারণ না করায় নগরী এখন মশার প্রজননস্থলে পরিণত হয়েছে। এডিস মশার লার্ভা শনাক্ত এবং মশক নিধনে খুলনা সিটি কর্পোরেশনের তেমন সক্ষমতা নেই। কোন এলাকায় মশার বংশবিস্তার কেমন বা লার্ভা বেশি, সে বিষয়ে ধারণা নেই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের। শুধু তাই নয় মশক নিধনে সিটি কর্পোরেশন এখনও অকার্যকর ওষুধ এবং ফগার মেশিনের ওপর নির্ভর। 
নেতৃবৃন্দ খুলনা সিটি কর্পোরেশনকে মশক নিয়ন্ত্রণে ক্রাস প্রোগ্রামের আওতায় পরিষ্কার পরিছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের পরিচালনার দাবি জানিয়ে বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধক সিটি কর্পোরেশনের অন্যতম অগ্রাধিকার খাত হলেও সিটি কর্পোরেশনের চলমান কাজের অগ্রগতিতে তা মনে হয় না। আবার চলমান কাজের মান তদারকির ক্ষেত্রে নানা অনিয়ম ও দুর্বলতার কারনে সিটি কর্পোরেশনের অধিবাসীরা সেখান থেকে কাক্সিক্ষত সেবা পাচ্ছে না। সিটি কর্পোরেশন পরিচালিত পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে বিপুল পরিমাণ পরিচ্ছন্ন কর্মী, সুপারভাইজারসহ নানা লোকবল নিয়োগ করা হলেও মাঠে তাদের দেখা মেলা ভার। যার কারণে সিটি কর্পোশেনের বিপুল অর্থ ব্যয় হলেও সেবার মানের কোন পরিবর্তন হয়নি। তারা আরো বলেন, মশা নিয়ন্ত্রণে বাসা-বাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি, নালায় ময়লা আবর্জনা ফেলার বিষয়ে সচেতনতার পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন। একই সাথে স্থানীয় মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে কেসিসির প্রশাসকসহ সংশ্লিষ্টদের তদারকি নিশ্চিত করার আহŸান জানান।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ