খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

মারাত্মক পর্যায়ে পৌঁছালো দিল্লির বায়ুদূষণ, স্থগিত ফ্লাইট

খবর প্রতিবেদন |
১২:৫২ পি.এম | ১৪ নভেম্বর ২০২৪


ভারতের রাজধানী দিল্লির বাতাসের মানের আরও  অবনিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে দিল্লির বাতাসের গুনগত মান ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) এক লাফে ৬২ পয়েন্ট বেড়ে ৪৩২ হয়েছে। যার অর্থ, এই  মুহূর্তে দিল্লির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অত্যন্ত ক্ষতিকর।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যেতে শুরু করে দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদ। দৃর্শমানতা কম থাকায় সেখানে ফ্লাইট চলাচল আজকেও স্থগিত হয়েছে।

ভোর সাড়ে ৫টায় পাঞ্জাবের অমৃতসার ও পাঠানকোট বিমানবন্দর কর্তৃপক্ষ শূন্য দৃশ্যমানতার কথা জানিয়েছে। সকাল ৭টায় দৃশ্যমানতা শূন্যে নেমে আসে উত্তরপ্রদেশের গোরখপুর বিমানবন্দরেও।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দিল্লির ৩৬টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩০টিরই বায়ুর গুণমান সূচকের গুরুতর পর্যায়ে থাকতে দেখা গেছে।

দিল্লি থেকে ২৫০ কিলোমিটার দূরে চণ্ডীগড়েও বায়ুদূষণ গুরুতর মারাত্মক। সেখানে একিউআই ছিল ৪১৫। এছাড়া, গাজিয়াবাদের একিউআই ৩৭৮, নয়ডা ৩৭২ ও গুরুগ্রামে ৩২৩ এর কাছাকাছি।

বুধবার সকালে দিল্লির বাতাসের একিউআই ছিল ৩৭০, যা মঙ্গলবারের একিউআই ৩৬১ এর তুলনায় বেশি।

্রিন্ট

আরও সংবদ