খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন

৬২ শতাংশ ভোট পেয়ে অনূঢ়ার বামপন্থী জোটের জয়

খবর প্রতিবেদন |
০৫:৪০ পি.এম | ১৫ নভেম্বর ২০২৪


শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই জয়ের মাক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন। নির্বাচন কমিশনের দেওয়া ফলাফলে অনূঢ়ার দলের জয় নিশ্চিত হয়েছে।  
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচন হয়। পার্লামেন্টে আসন সংখ্যা ২২৫। তবে এর মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ২৯টি সংরক্ষিত ‘জাতীয়ভিত্তিক'’ আসন ওই ১৯৬ আসনে কোন দল কতটিতে জিতেছে, সে হিসাবে বণ্টন হবে।
শ্রীলঙ্কার নির্বাচন কমিশন ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ২২৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্টে বামপন্থী এনপিপি ১৪১টি আসন জিতেছে। অর্থাৎ, তারা প্রায় ৭০ শতাংশ আসন পেয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটটি সব মিলিয়ে ৬২ শতাংশ ভোট পেয়েছে। তারা শ্রীলঙ্কার ২২টি নির্বাচনী জেলার মধ্যে একটিতে ছাড়া সবগুলোতেই এগিয়ে আছে। 
এনপিপি জোটের প্রধান প্রতিপক্ষ সমাগি জনা বালাবেগায়া (এসজেবি) মাত্র ৩৫ আসনে জয় পেয়েছে। শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম বলছে, ২২৫ আসনের পার্লামেন্টে এনপিপির আসন সংখ্যা ১৫০ ছাড়িয়ে যেতে পারে।
এই নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমদাসার পুত্র সাজিথ প্রেমদাসার দল এসজেবি পেয়েছে ৩৫টি আসন। তামিল জাতিগোষ্ঠীকে প্রতিনিধিত্বকারী দল ইলংকাই তামিল আরাসু কাচ্চি পেয়েছে ৭টি আসন। নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট এবং শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা পেয়েছে যথাক্রমে ৩ এবং ২টি আসন।
গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন অনূঢ়া। কিন্তু তখন পার্লামেন্টে তাঁর নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র তিনটি। পার্লামেন্টে নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন। এখন তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো।
বৃহস্পতিবার ভোট দেওয়ার পর অনূঢ়া বলেছিলেন, ‘আমরা একটি শক্তিশালী পার্লামেন্ট গঠনের জন্য জনরায় (ম্যান্ডেট) পাওয়ার আশা করছি। আমরা আত্মবিশ্বাসী যে জনগণ আমাদের এই ম্যান্ডেট দেবে।’
অনূঢ়া আরও বলেছিলেন, শ্রীলঙ্কার রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে, যার শুরু গত সেপ্টেম্বরে। এই পরিবর্তন অবশ্যই অব্যাহত থাকবে।
বিশ্লে¬ষকেরা বলছেন, পার্লামেন্টে অনূঢ়ার জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তার হাতকে শক্তিশালী করলো। এখন তিনি অর্থনৈতিক নীটসহ অন্যান্য নীতি সহজেই বাস্তবায়ন করতে পারবেন।
২০২২ সালে অর্থনৈতিক সংকটে পড়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় বহুগুণ। প্রতিবাদে রাস্তায় নামেন দেশটির বিক্ষুব্ধ জনগণ। ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। এরপর রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়ে উল­¬াস করে দেশটির জনগণ। ছবিগুলো হয়ে যায় ভাইরাল।
এর প্রায় দুই বছর পর গত সেপ্টেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে জয়ী হন বামপন্থী রাজনীতিক অনূঢ়া। নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী, ক্ষমতা গ্রহণের পর তিনি পার্লামেন্ট ভেঙে দেন। ১৪ নভেম্বর আগাম পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
অনূঢ়া দিসানায়েকে ১৯৭০-১৯৮০-এর দশকে শ্রীলঙ্কায় রক্তক্ষয়ী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। এবারে তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে দুর্নীতি দমন এবং অর্থনীতি স্থিতিশীল করতে বিকল্প পথ খুঁজতে প্রতিশ্র“তি দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় তিনি আইএমএফ চুক্তির সমালোচনা করলেও পরে এর লক্ষ্যসমূহের প্রতি সমর্থন প্রকাশ করেন। তবে তিনি জোর দেন, দরিদ্রদের ওপর কম চাপ দিয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
উলে­খ্য, বর্তমানে ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখোমুখি। অতীতের ভুল ব্যবস্থাপনা, কোভিড-১৯ মহামারি এবং ২০১৯ সালের ইস্টার হামলা পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ ব্যাপক জনবিক্ষোভের পর পদত্যাগের বাধ্য হয়ে দেশ ছাড়েন। রাজাপক্ষের স্থলাভিষিক্ত হওয়া বিক্রমাসিংহে অর্থনীতির স্থিতিশীলতা আনলেও কর বৃদ্ধি ও অন্যান্য পদক্ষেপ তাঁর জনসমর্থন হারানোর পেছনে সক্রিয় ভূমিকা পালন করে।

্রিন্ট

আরও সংবদ