খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

‘থাকবে না কোন অনুষ্ঠান আয়োজন করলে ব্যবস্থা’

তারেক রহমানের জন্মদিন আজ

খবর প্রতিবেদন |
০১:০৩ এ.এম | ২০ নভেম্বর ২০২৪


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ‘পিনো’।
তারেক রহমান মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপি’র সদস্য হন। আনুষ্ঠানিক ভাবে সংগঠনে যোগ দেয়ার আগেই তিনি রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নিবার্চনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারাদেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত এ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তার সক্রিয় আগমন ঘটে। বিএনপি’র স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপি’র পঞ্চম জাতীয় কাউন্সিলে এবং ২০১৬ সালে ৬ষ্ঠ কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। আর ২০১৮ সালের ৮ ফেব্র“য়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডনে বসেই দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৭ সালের ৭ মার্চে তৎকালীন সেনা সমর্থিত সরকার তারেক রহমানকে তার ঢাকার ক্যান্টনমেন্টস্থ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করে। এক বছরের বেশি সময় কারাভোগের পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। লন্ডনে সপরিবারে বসবাস করছেন তিনি। গত কয়েক বছরের মতো এবারো এই নেতার জন্মদিনটি পালনের কোনো কর্মসূচি নেই। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কেন্দ্র বিএনপি এবার আনুষ্ঠানিক ভাবে কোনো অনুষ্ঠান না করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে।  
জন্মদিন উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এবং তার সুস্বাস্থ্য ও দীঘার্য়ূ কামনা করেছেন।
জন্মদিনে অনুষ্ঠান করলে ব্যবস্থা নেবে বিএনপি : গত ১২ নভেম্বর বিএনপি কেন্দ্র থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০ নভেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতা-কর্মীদের দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সেদিন তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনও অনুষ্ঠান পালিত হবে না।  
বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা বিবৃতিতে আরও উলে­খ করা হয়, এর ব্যতয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

্রিন্ট

আরও সংবদ