খুলনা | বুধবার | ২৯ জানুয়ারী ২০২৫ | ১৫ মাঘ ১৪৩১

মোরেলগঞ্জে প্রধান শিক্ষিকাকে মারধর করলেন সহকারি শিক্ষিকা

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০২:২৬ পি.এম | ২০ নভেম্বর ২০২৪


বাগেরহাটের মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহানা রিয়াকে মারধর করেছেন অপর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুলতানা বেগম। আজ বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা শিক্ষা অফিসের সামনের রাস্তায় এ মারধরের ঘটনা ঘটে। কি কারর এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

ঘটনার পরে দুপুর ১ টার দিকে রেহানা রিয়া চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, দাপ্তরিক প্রয়োজনে শিক্ষা অফিসে যাবার পথে অফিসের সামনে রাস্তার ওপরে সুলতানা বেগম তাকে আকস্মিকভাবে মারধর করেন। যা অনেক শিক্ষক ও পথচারীরা দেখেছেন।

এ অভিযোগ অস্বীকার করে সুলতানা বেগম বলেন, রেহানা রিয়ার সাথে একটি বিষয় নিয়ে অনেক আগে থেকে বিরোধ রয়েছে। তবে, মারধরের কোন ঘটনা ঘটেনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, মডেল স্কুলের প্রধান শিক্ষকাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে বলে শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

্রিন্ট

আরও সংবদ