খুলনা | বুধবার | ২৯ জানুয়ারী ২০২৫ | ১৫ মাঘ ১৪৩১

শ্যামনগরের নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

শ্যামনগর প্রতিনিধি |
১১:২১ পি.এম | ২০ নভেম্বর ২০২৪


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নব যোগদানকৃত নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সাথে মতবিনিময় করেছেন সাংবাদিকরা। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রনী খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকিল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম (মনির), সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, উপজেলা অনলাইন নিউজক্লাবের আহবায়ক শেখ মাহমুদুল ফিরোজ বাবলু, সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগ, উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্রাহার লিংকন, সাংবাদিক এস কে সিরাজ, শেখ আফজালুর রহমান, আবু সাঈদ, রণজিৎ বর্মন, আনিস সুমন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মারুফ হোসেন (মিলন) সাংবাদিক জিএম মাছুম বিল­াহ, মোঃ নুরুন্নবী (ইমন) সহ উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, অনলাইন নিউজ প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, উপকূল প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাবের সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ। 
 

্রিন্ট

আরও সংবদ