খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

রামপালের মানিকনগরে কামালের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন

রামপাল প্রতিনিধি |
১১:২২ পি.এম | ২০ নভেম্বর ২০২৪


প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কামাল শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার বেলা ১১টায় রামপাল উপজেলার মানিকনগর গ্রামের সরকারি রাস্তার উপর তারা এ মানববন্ধন করেন। 
মানববন্ধনে ভুক্তভোগী সেলিম ও রঞ্জিনা বেগমসহ অন্যরা জানান, মৃত দাউদ শেখের ছেলে কামাল শেখ বিগত সময়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা তার বিরুদ্ধে ভূমিদস্যুতা, মাদক কারবার, নিরীহ মানুষের উপর অত্যাচারসহ বিভিন্ন অভিযোগ করেন। তারা জানান, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বাঁশতলী ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া শেখ তন্ময়ের ক্যাডার ভিপি সোহেলকে নিমন্ত্রণ করে খাসি খাইয়ে জানান দেয় সে এমপি তন্ময়ের লোক। ইতিমধ্যে সে সোনাকুড় বাজারে থাকা দোকানঘর ভেঙে ভুক্তভোগীদের উচ্ছেদ করে। তার অত্যাচারে ও ভয়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। যে কারণে প্রশাসনের হস্তক্ষেপ ও বিচারের দাবিতে ভুক্তভোগী ২ শতাধিক গ্রামবাসী ও নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ বিষয়ে জানতে কামাল শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার পুরো নাম এড. মোঃ কামাল হোসেন। আমার বৈধ জমি রক্ষা করতে গেলে গত ১৫ নভেম্বর তারা আমাকে হত্যার চেষ্টা ও গুরুতর আহত করে। আমি খুমেক হাসপাতালে ভর্তি। যেসব অভিযোগ করে মানববন্ধন করেছে তা আদৌ সত্য নয় বলে তিনি দাবি করে বলেন আওয়ামী লীগের লোকজন আত্মীয় হলে তারা কি আমার বাড়িতে আসতে পারবেন না ? 

্রিন্ট

আরও সংবদ