খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

কালীগঞ্জে ট্রাফিক আইল্যান্ড গুড়িয়ে দিল দানবীয় গতির ট্রাক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:২২ পি.এম | ২০ নভেম্বর ২০২৪


দুর্ঘটনার সময়ে কোন ট্রাফিক পুলিশ ছিল না। তাই কোন প্রাণহানী না ঘটলেও দানবীয় গতির ট্রাকের আঘাতে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে ট্রাফিক আইল্যান্ডটি। এটি ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসষ্ট্যান্ডে চার রাস্তার মাঝে অবস্থিত ট্রাফিক আইল্যান্ড। বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, চালক পালিয়ে গেলেও ট্রাকটি ট্রাফিক পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।
কালীগঞ্জ ট্রাফিক পুলিশের এস আই রাসেল হোসেন জানায়, ভোরে যশোরমুখী একটি ট্রাক মেইন বাসষ্ট্যান্ডে প্রধান ট্রাফিক আইল্যান্ডে আঘাত হানে। দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে ট্রাকটি তাদের জিম্মায় নেয়। তিনি জানান, ওই সময়ে তাদের কোন ট্রাফিক সদস্য দায়িত্বে না থাকায় প্রাণহানী ঘটেনি। তবে আইল্যান্ডটি ভেফু দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, পরে খবর দিলে ট্রাক মালিক ঘটনাস্থলে আসেন। এরপর পুলিশের মধ্যস্থ্যতায় ট্রাকের মালিক ক্ষতিগ্রস্ত আইল্যান্ডের যাবতীয় কাজ করার প্রতিশ্র“তি দিলে ট্রাকটি মালিকের জিম্মায় দেওয়া হয়। 
 

্রিন্ট

আরও সংবদ