খুলনা | মঙ্গলবার | ২৮ জানুয়ারী ২০২৫ | ১৫ মাঘ ১৪৩১

ডাঃ শর্মী রায়ের যোগদান ঠেকাতে কচুয়ায় ঝাড়ু মিছিল-মানববন্ধন

কচুয়া প্রতিনিধি |
১১:২৪ পি.এম | ২০ নভেম্বর ২০২৪


মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়কে কচুয়ায় বদলীর আদেশের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়– মিছিল করেছে ছাত্রজনতা ও কচুয়া উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বুধবার সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেইন সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন, ডাঃ শর্মী রায় একজন দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের দালাল। তাকে কচুয়ায় বদলী করা হলে তা মেনে নেওয়া হবেনা। তাছাড়া কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসম মাহাবুবুল আলম একজন ভাল মানুষ। তাকে সরিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তা ডাঃ শর্মী রায়কে কচুয়ায় বদলি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা। পরে তারা একটি ঝাড়– মিছিল বের করে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র নেতা শেখ শহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
 

্রিন্ট

আরও সংবদ