খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

কচুয়ায় বীজ ও সার বিতরণের উদ্বোধন

কচুয়া প্রতিনিধি |
১১:২৫ পি.এম | ২০ নভেম্বর ২০২৪


কচুয়া উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বুধবার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, খেসারী, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, শাক সবজি ( উফশী ও হাইব্রিড), বোরো (হাইব্রিড) ফসলের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। কচুয়া উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। এসময় উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অফিসার আশফাকুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বিআরডিবি অফিসার হাসান ইমাম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি প্রণোদনা হিসেবে ৭০ জন কৃষকের প্রতিজন বিনামূল্যে এক কেজি করে উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি করে এমওপি ১০ কেজি করে ডিএপি সার, পেঁয়াজের জন্য ৪০ জন কৃষকের প্রতিজন কৃষক ১ কেজি বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, গম এর জন্য ২০ জন কৃষকের প্রতিজনকে ২০ কেজি গম বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলায় ৪ হাজার ৯শ’ জন কৃষকের মাঝে হাইব্রিড ধান বীজ  বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনের মাঝে এ ধান বীজ বিতরণ করা হয়েছে, পর্যায়ক্রমে বাকিদের মাঝে এই ধান বীজ বিতরণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ