খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

অর্থনৈতিক শুমারী উপলক্ষে দাকোপে স্থায়ী শুমারি কমিটির অবহিতকরণ সভা

দাকোপ প্রতিনিধি |
১১:৩০ পি.এম | ২০ নভেম্বর ২০২৪


অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা স্থায়ী শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বুধবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের জাহাঙ্গীর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ কুমার বালা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাত হোসেন সরদার, পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্পা বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা অনিন্দ কুমার দাশ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যানবৃন্দ। এরপূর্বে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে উপজেলা অভ্যন্তরীণ আমন ধান ও চাউল সংগ্রহ ২০২৪ বাস্তবায়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

্রিন্ট

আরও সংবদ