খুলনা | বুধবার | ২৯ জানুয়ারী ২০২৫ | ১৫ মাঘ ১৪৩১

যানজটের স্থায়ী দুর্ভোগ রোধে ময়লাপোতা মোড়ের সৌন্দর্যবর্ধন প্রকল্পের নকশা পরিবর্তনের দাবি খুলনা নাগরিক সমাজের

খবর বিজ্ঞপ্তি |
১২:০৫ এ.এম | ২১ নভেম্বর ২০২৪


যানজটের স্থায়ী জনদূর্ভোগ রোধে নগরীর প্রাণকেন্দ্র ময়লাপোতা মোড়ে নির্মিতব্য সৌন্দর্যবর্ধন প্রকল্পের নকশা পরিবর্তন করে বাস্তবতার নিরিখে সড়ক সঙ্কুচিত না করে নতুন নকশা প্রণয়ন করে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। 
সংগঠনের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব এড. মোহাম্মদ বাবুল হাওলাদার যৌথ বিবৃতিতে বলেন, খুলনা মহানগরীর সৌন্দর্যবর্ধন কর্তৃপক্ষের ন্যায় নগরবাসীরও প্রাণের দাবি। তবে তা হতে হবে বাস্তবতার আলোকে। মহানগরীর ময়লাপোতা মোড়ে যে প্রকল্পটির কাজ চলমান, এটি বাস্তবায়িত হলে চতুর্দিক থেকে সড়ক সঙ্কুচিত হয়ে যাবে। গল­ামারী থেকে কদমতলা পর্যন্ত মালবাহী ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহনের চাপ তথা সংশ্লিষ্ট এলাকার সকল সড়কে যান চলাচলের কারণে বিশেষ করে, ময়লাপোতা এলাকায় যানজট লেগেই থাকে। অপরিকল্পিত ভাবে সরকারি জায়গায় বিভিন্ন প্রকার স্থাপনা তৈরীর কারণে পূর্ব থেকেই এ এলাকার সড়কগুলো বিভিন্ন ভাবে সঙ্কুচিত হয়ে আছে। তার উপর সড়কের জায়গা নষ্ট করে সৌন্দর্য বর্ধন প্রকল্পের নকশা অবাস্তব, অদূরদর্শী। নগরী খুলনায় প্রতিদিনই লোক সংখ্যা বাড়ছে সাথে সাথে বাড়ছে যানবাহন। বাস্তবতার নিরিখে যখন অবৈধ দখলমুক্ত করে সড়কের প্রশস্ততা বৃদ্ধি করা দরকার, ঠিক সে সময়ে মারাত্মক ব্যস্ততম এ মোড়ে সৌন্দর্য বর্ধনের নামে যে প্রকল্পটি গ্রহণ করা হলো তা মারাত্মকভাবে অপ্রকৌশলগত জ্ঞানের বহিঃপ্রকাশ। 
বিবৃতিদাতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়ক সঙ্কুচিত না করে এ প্রকল্পের নকশা সংশোধন করে, যাতে যান এবং পথচারী চলাচলে নতুন করে কোন বিঘœ সৃষ্টি না হয় সে বিষয়টি বিবেচনায় নিয়ে নকশা সংশোধন করে তা বাস্তবায়নের আহŸান জানান। অন্যথায় অপরিকল্পিত, অবাস্তবসম্মত, যানজট সৃষ্টিতে সমূহ অশঙ্কাজনক এ প্রকল্প বাতিলের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলা হবে। 

্রিন্ট

আরও সংবদ