খুলনা | মঙ্গলবার | ২৮ জানুয়ারী ২০২৫ | ১৫ মাঘ ১৪৩১

খুলনায় বিশ্ব পাইলস্ দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:০৬ এ.এম | ২১ নভেম্বর ২০২৪


খুলনার সাতরাস্তার মোড়ে খুলনা গ্যাস্ট্রো এন্ড কলোরেক্টাল সেন্টারের আয়োজনে বুধবার ‘‘বিশ্ব পাইলস্ দিবস পালিত হয়েছে। দিবসটির উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সহ-সভাপতি ও খুলনা শাখার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম। পরে এক সচেতনতা মূলক র‌্যালি খুলনা বিএমএ ভবনের সামনে থেকে শুরু হয়ে রয়েল মোড় হয়ে সাতরাস্তা মোড় প্রদক্ষিন করে। 
র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় খুলনা মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ জওহর লাল সিংহ দিবসটির তাৎপর্য তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার জন্য পরিমিত সবজি ও পানীয় গ্রহণ করতে বলেন এবং দৈনিক কিছু সময় শরীরচর্চা করতে বলেন। পাশাপাশি মল­ারে রক্ত গেলে হাতুড়ে চিকিৎসা পরিহার পূর্বক বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিতে বলেন। তিনি আরো বলেন, অনেক সময় মল­ারে রক্তক্ষরণ হলে পাইলস্ মনে করে ভুল চিকিৎসা হয়ে থাকে তাই মল­ারের রক্তক্ষরণে কোলনস্কপি পরীক্ষার মাধ্যমে কারণ নির্নয় করে চিকিৎসা নেওয়া উচিত। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন খুলনা মেডিকেলের প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ ধিরাজ মোহন বিশ্বাস। 

্রিন্ট

আরও সংবদ