খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

সংবাদ সম্মেলনে

কয়রায় ঘের জবরদখল ও প্রতারণার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক |
১২:০৭ এ.এম | ২১ নভেম্বর ২০২৪


কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সারোয়ারখালি খাল সংলগ্ন চরামুখা, হলুদবুনিয়া ও পদ্মপুকুর গ্রামের ২৪০ বিঘা জমি জবর দখল ও দেবাশীষ মন্ডলের প্রতারণার প্রতিবাদ করেছেন ভূমি মালিকরা। গতকাল বধুবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্তদের পক্ষে এ অভিযোগ করেন তপন কমার মণ্ডল।
তিনি বলেন, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সারোয়ার খালি খাল সংলগ্ন চরামুখা হলুদবুনিয়া ও পদ্মপুকুর গ্রামের ২৪০ বিঘা জমির ১১৭ জনের মধ্যে একজন ২০০৯ সালে প্রাকৃতিক দুর্যোগে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর বাঁধ ভেঙে পুরো এলাকা প্লাবিত হয়। তখন শিংজোড়া খাস খাল দিয়ে জোয়ার ভাটার পানি ওঠানামা করতে থাকে। নদীর পানির স্রোতে দুই পাশের রেকর্ডীয় জমি ভাঙতে ভাঙতে ছয় একর আয়তনের খাস খালটি একসময় ২৪০ বিঘায় পরিণত হয়। ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ কাজ শেষ হলে এই বিশাল আয়তনের খাল নিয়ে শুরু হয় দখলবাজি। বিগত ১৫ বছরে এই খালটি ৯ বার দখল হলেও আমরা প্রকৃত জমির মালিকরা কোন ভাবে লাভবান হয়নি। দেবাশীষ মন্ডল শেখ বাড়ির আধিপত্য খাটিয়ে এই ঘের দখল করেন। এতে নিরুপায় হয়ে গ্রামের কিছু সংখ্যক জমির মালিক দেবাশীষ মন্ডলের নিকট ঘেরটি হারি দিতে বাধ্য হয়। তবে সে দীর্ঘদিন জমির হারি না দিয়ে ভূমি মালিকদের সাথে প্রতারণা করেছে। জমির মালিকেরা বর্তমান ইজারাদারের কাছ থেকে ঘেরের হারির পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

্রিন্ট

আরও সংবদ