খুলনা | শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাকায় তথ্য প্রযুক্তি পেশাজীবীদের সম্মেলন ৩০ নভেম্বর

খবর প্রতিবেদন |
১২:৫৬ পি.এম | ২৩ নভেম্বর ২০২৪


তথ্যপ্রযুক্তি খাতের পেশাদারদের নিয়ে গঠিত বাংলাদেশ আইটি প্রফেশনাল’স অ্যাসোসিয়েশন (বিটপা) ষষ্ঠবারের মতো আয়োজন করতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি সম্মেলন-২০২৪।

৩০ নভেম্বর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য বিটপা সম্মেলনে ১৩০০ জন পেশাজীবী অংশ নেবেন। দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনা করা হবে।

ইংলিশ থেরাপি প্রেজেন্টস বিটপা কনফারেন্স ২০২৪, আয়োজন করছে বাংলাদেশ আইটি প্রফেশনাল’স অ্যাসোসিয়েশন (বিটপা)। পাওয়ার্ড বাই “এরিয়া ৭১” সহযোগিতা করছে, ক্লোথ বাংলাদেশ, বিটচিপ ডিজিটাল ও ইন্ট্যার‌্যাক্টিভ কেয়ার ।

বিটপা সভাপতি মুজাহিদুল ইসলাম জানান, বিটপা সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইন পেশাজীবীদের বিভিন্ন বিষয় নিয়ে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করা এবং নতুন আইটি উদ্যোক্তা বৃদ্ধি করা।

ইংলিশ থেরাপি এর সিইও সাইফুল ইসলাম জানান, আইটিতে দক্ষতার পাশাপাশি ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি করা আমাদের সকলের দরকার, কারন ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারলে আরো বেশি বৈদেশিক মুদ্রা আনা সম্ভব। সেই লক্ষে ইংলিশ থেরাপি কাজ করে যাচ্ছে ফ্রিল্যানসারদের জন্য।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের একটি প্ল্যাটফর্মের আওতায় আনতে বিটপা প্রতিষ্ঠিত হয়। আইটি প্রফেশনালদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, সামাজিক অধিকার আদায়ের মতো বিষয়গুলো নিয়ে কাজ করে এ কমিউনিটি।

বিটপা সম্মেলনে তথ্যপ্রযুক্তির নানা বিষয় তুলে ধরবেন, আয়মান সাদিক, আবু আশরাফ মাসনুন, আবু তাহের সুমন, রিফায়েত ইসলাম, সাইফুল ইসলাম, নাজিব রাফি, রাফায়েত রাকিব, আহসান হাবিব, মাসুম বিল্লাহ ভুইয়া প্রমুখ৷

্রিন্ট

আরও সংবদ