খুলনা | সোমবার | ০৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

জুয়ার প্রচারণায় বুবলী

খবর বিনোদন |
০৫:৪৩ পি.এম | ২৩ নভেম্বর ২০২৪


মাস ছয়েক আগে আগে অনলাইন জুয়া কোম্পানির সঙ্গে নাম জড়ায় মাহিয়া মাহির। বিষয়টি সংবাদের শিরোনামেও আসে। সেই রেশ কাটতেই জুয়া কোম্পানির সঙ্গে নাম জড়ান পরীমণির। একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হন। এবার তাদের পথে হাঁটলেন শবনম বুবলী। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন নায়িকা।

জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বুবলী। জানিয়েছেন, সেই জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার খবরও।

প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলীকে বলতে শোনা যায়, ‘আমি বুবলী।....একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ? অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলের নিয়ে যাওয়ার জন্য।...শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কোরো না।....জেতার আনন্দ উপভোগ করো, নিরাপত্তার স্বার্থে।...যেখানে খেলা শুধু জেতার জন্য।’

এদিকে নিজের পোস্টের মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত রাখলেও জুয়ার প্রচারণামূলক পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছেন বুবলী। যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদমাধ্যমকে সাড়া দেননি নায়িকা।

্রিন্ট

আরও সংবদ