খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

দিঘলিয়ায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দিঘলিয়া প্রতিনিধি |
০২:২২ পি.এম | ২৫ নভেম্বর ২০২৪


উপজেলা আইন-শৃঙ্খলা সভায় নবাগত উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলাম বলেন, দিঘলিয়া প্রেসক্লাবের সম্পত্তি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রেসক্লাবের জমি উদ্ধারের মাধ্যমে ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নগর ঘাটা ফেরির অতিরিক্ত টোল বন্ধে  সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনার মাধ্যমে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নবাগত ইউএনও উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা আজ সোমবার সকাল  ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুবুল আলম, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি প্যানেল চেয়ারম্যান ঝর্ণা বেগম, বারাকপুর ইউপি প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম।

উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী,  তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু ,  উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, সরকারি দিঘলিয়া এম এ মজিদ ডিগ্ৰী কলেজ এর প্রভাষক মোঃ নাছির হোসেন, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষক মহাসিন সিকদার, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষক মুসফিকুর রহমান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন, খানজাহান আলী থানার প্রতিনিধি সাহিদুল  ইসলাম, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

পরে একই স্থানে দুপুর দুই টায় উপজেলা নিবার্হী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬  ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয় । 

্রিন্ট

আরও সংবদ