খুলনা | বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

আদানি-মণিপুর ইস্যুতে হট্টগোল, প্রথম দিনই মুলতবি ভারতের সংসদ

খবর প্রতিবেদন |
০১:২৫ এ.এম | ২৬ নভেম্বর ২০২৪


শীতকালীন অধিবেশনের প্রথম দিনই ভারতের সংসদে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। আদানি, মণিপুর থেকে শুরু করে উত্তরপ্রদেশের সম্ভল-এমন একাধিক ইস্যু নিয়ে হট্টগোলের জেরে প্রথম দিনই সংসদের অধিবেশন মুলতবি হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সোমবার অধিবেশন শুরু হতেই আদানি ইস্যুতে আলোচনার দাবি তোলেন বিরোধীরা। এ সময় হট্টগোল শুরু হলে তার জেরে প্রথমে এক ঘণ্টার জন্য রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। এরপর নানা ইস্যু নিয়ে বাকবিতণ্ডায় উত্তাপ সৃষ্টি হলে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মুলতবি হয়ে যায় উচ্চকক্ষের অধিবেশন।
অধিবেশনে উপস্থিত ছিলেন একগুচ্ছ তৃণমূল সংসদ সদস্য। বিরোধীরা মার্কিন আদালতে শিল্পপতি গৌতম আদানির ঘুষকাণ্ড নিয়ে সংসদে ঝড় তোলেন।
এদিকে, দেশটির প্রধানমন্ত্রী মোদি বিরোধীদের তীব্র কটাক্ষ করেন। কংগ্রেসের উদ্দেশ্যে মোদি বলেন, জনগণ যাদের ক্রমাগত প্রত্যাখ্যান করেছে তারাই সংসদে আলোচনা হতে দেয় না। জনগণ প্রত্যাখ্যাত মুষ্টিমেয় কিছু লোক গুন্ডামি করে সংসদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের সব কর্মের হিসাব রাখে এবং যখন সময় আসে, তারা তাদের শাস্তিও দেয়।
ভারতীয় মিডিয়া বলছে, উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর বাকবিতণ্ডার পরিপ্রেক্ষিতে অধিবেশন মুলতবি রাখা হয়েছে ২ দিনের জন্য।
মনে করা হচ্ছে, আবারও আদানি ইস্যু, মণিপুরে অশান্তি, বেকারত্ব, ওয়াকফ বিলসহ একাধিক ইস্যু নিয়ে সংসদে  হৈ চৈ ফেলে দিতে পারেন বিরোধীরা।

্রিন্ট

আরও সংবদ