খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

দুর্নীতির মূল উৎপাটনে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পাদন জরুরি

|
১২:২৬ এ.এম | ২৭ নভেম্বর ২০২৪


বাংলাদেশে দুর্নীতি এক ভয়াবহ ব্যাধি বটে। প্রশ্ন হচ্ছে, এ ব্যাধি কি আদৌ নিরাময়যোগ্য? অথবা এ রোগের কি উপশম নেই? দেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) নামে একটি কমিশনও আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশ থেকে দুর্নীতির প্রকোপ কমছে না। সরকারগুলো দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো ট্রলারেন্স’ নীতি ঘোষণা করে বটে, বাস্তবে দুর্নীতির বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। তাই জনমনে একটা প্রশ্ন প্রায়ই জাগে, কী এমন ব্যবস্থা নেওয়া যায়, যাতে দুর্নীতি প্রতিরোধ হবে?
বাংলাদেশ জাতিসংঘের আনকাক (ইউনাইটেড ন্যাশন্স কনভেনশন এগেইনস্ট করাপশন) অনুসমর্থনকারী দেশ। এ সমর্থনের আলোকে ২০১১ সালে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় সমন্বিত শুদ্ধাচার কৌশলকে দলিল হিসাবে গ্রহণ করেছিল বাংলাদেশ। এর বাস্তবায়নও শুরু হয়েছিল ২০১২ সাল থেকে। উদ্দেশ্য ছিল, রাষ্ট্রীয়ভাবে শুদ্ধাচার প্রতিষ্ঠাসহ সরকারি প্রতিষ্ঠানে সুশাসন বজায় রাখা। সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি ৬টি জায়গায়ও এ নিয়ে কাজ করার কথা ছিল। কিন্তু পরিতাপ হলো, বাস্তবে ঘটেছে উল্টোটা। সরকারি দপ্তরে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা তো হয়ইনি, বিতর্কিত ও দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেরা অবৈধভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছেন এবং তারা পুরস্কৃতও হয়েছেন। এ তালিকায় ছিলেন সচিবসহ বিভিন্ন আমলা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানও। দুর্নীতিতে রেকর্ড সৃষ্টিকারী সাবেক আইজিপি বেনজীর আহমেদও পেয়েছিলেন শুদ্ধাচার পুরস্কার।
বিশ্বের অনেক দেশে দুর্নীতি দমনে ‘ন্যাশনাল অ্যান্টি-করাপশন স্ট্র্যাটেজি’ রয়েছে। কিন্তু বাংলাদেশে এমন কোনো বাস্তবানুগ স্ট্র্যাটেজি নেই। বর্তমান সরকার নানা বিষয়ে সংস্কার কর্মসূচিতে হাত দিয়েছে। আমরা বলতে চাই, দুর্নীতি দমন করার প্রশ্নেও ব্যাপক সংস্কার করতে হবে এবং এ লক্ষে শুধু দুদকের সংস্কার করলেই চলবে না, সারা দেশ থেকে কীভাবে দুর্নীতি উচ্ছেদ করা যায়, সেই লক্ষে কৌশল নির্ধারণ করতে হবে। সেটা কীভাবে হবে, তা দুদক সংস্কার কমিটি এবং প্রশাসনিক ও বিচার বিভাগ সংস্কার কমিটি তাদের সুপারিশে তুলে ধরতে পারে। মনে রাখা দরকার, দুর্নীতির সঙ্গে ক্ষমতা ওতপ্রোতভাবে সম্পর্কিত। ক্ষমতার সুপ্রয়োগ ছাড়া দুর্নীতি দূর করা সম্ভব নয়। আমরা আশা করব, বর্তমান সরকার দেশ থেকে দুর্নীতির মূল উৎপাটনে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পাদন করবে।

্রিন্ট

আরও সংবদ