খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

কামরানের সেঞ্চুরি, বোলারদের নৈপুণ্যে সিরিজ পাকিস্তানের

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ২৯ নভেম্বর ২০২৪


এই মাসে পিছিয়ে পড়েও টানা দ্বিতীয়বার ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তারের নজির দেখিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ায় শুরুতে পিছিয়ে পড়ে সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতেও একইভাবে সিরিজ নিশ্চিত করেছে। তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। 
বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল­াহ শফিকের ব্যাটে দারুণ সূচনা করে সফরকারী দল। আইয়ুব (৩১) বিদায় নিলে ভাঙে ৫৮ রানের জুটি। সঙ্গী শফিক অবশ্য ফিফটির দেখা পেয়েছেন। ফেরার আগে ৬৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ফিরেছেন ৫০ রানে। তার পর ইনিংসের গতিপথ নির্ধারণ করে দেয় কামরান গুলামের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার ব্যাটিংই তিনশ’ রানের ভিত রচনা করেছে।
এনগারাভার বলে দলের ২৩২ রানে ফিরেছেন কামরান। ফেরার আগে ৯৯ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করেছেন। ম্যাচসেরাও তিনি। তার পর শেষটায় স্কোর তিনশ ছাড়াতে ভূমিকা রাখে তায়িব তাহিরের ক্যামিও ইনিংস। ১৬ বলে ৪ চারে ২৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ব্যাটিংয়েই ৬ উইকেটে ৩০৩ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারী দল। 
সিকান্দার রাজা ৪৭ রানে নিয়েছেন দু’টি উইকেট। রিচার্ড এনগারাভা ৫৫ রানে নেন দু’টি। একটি করে নিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও ফারাজ আকরাম। 
জবাবে সেভাবে লড়াই করতে পারেনি জিম্বাবুয়ে। শুধু অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাট থেকেই আসে ৬৩ বলে ৫১ রানের ইনিংস। কিন্তু সেই লড়াই যথেষ্ট ছিল না। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়ের মার। সফরকারী বোলারদের ক্লিনিক্যাল পারফরম্যান্সে ৪০.১ ওভারে ২০৪ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস। 
দু’টি করে উইকেট নিয়েছেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ, আমের জামাল। একটি করে নিয়েছেন ফয়সাল আকরাম ও কামরান গুলাম।

্রিন্ট

আরও সংবদ