খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

এ্যাড. সাইফুল হত্যাকারীদের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চিতলমারীতে বিক্ষোভ

চিতলমারী প্রতিনিধি |
০৬:৫৮ পি.এম | ২৯ নভেম্বর ২০২৪


আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের বিচার ও ইসকন নিষিদ্ধ করার দাবিতে বাগেরহাটের চিতলমারী সদর বাজারে বিক্ষোভ মিছিল ও পথ সভা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা তাঁতীদল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘কোটি টাকা’র ব্রীজের ওপর শেষ হয়। পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শরিফুল হাসান অপু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শেখ জাহিদুর রহমান, সাবেক তুখোড় ছাত্রদল নেতা মোঃ মোস্ত মাসুদ তালুকদার, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি সৈয়দ কামরুল ইসলাম সুমন, সদ্য সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ হুমায়ুন শেখ, ইয়াসিন ফকির, উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি লিমন বিশ্বাস ইউনুস, তাঁতীদলের সভাপতি মোঃ মামুন তালুকদার, সাধারন সম্পাদক রাজীব পাইক ও কৃষক দলের সহ-সভাপতি মোঃ রেফাত খাঁন রেফা।

বিক্ষোভ মিছিলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের বিচার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানানো হয়। 

্রিন্ট

আরও সংবদ