খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

ডুমুরিয়ায় ৫ দলীয় ফুটবলের ফাইনাল খেলা

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:২৯ এ.এম | ৩০ নভেম্বর ২০২৪


ডুমুরিয়ার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ মাঠে মর্নিং স্টার ফুটবল ক্লাবের উদ্যোগে ৫ দলীয় ফুটবল লীগ-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের খেলায় ভদ্রা ফুটবল দল ও যমুনা ফুটবল দল অংশগ্রহণ করে। দারুন নৈপুণ্যপূর্ণ এ খেলায় ভদ্রা ফুটবল দল যমুনা ফুটবল টিমকে ১-০ গোলে পরাজিত করে। বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সংগঠক আবু তারিক খাঁনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন ব্যবসায়ী ও সমাজসেবক এ এম আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের উপাধ্যক্ষ মোঃ ফারুক আলম, অধ্যাপক শামসুল হক, ক্লাবের সভাপতি লতিফুর রহমান, সম্পাদক জিল­ুর রহমান, কোষাধ্যক্ষ মেজবাউল আলম, ইউপি সদস্য আল-আমিন বিশ্বাস, রিয়াজ উদ্দিন উকিল, মোখলেছুর রহমান বাবু, রিজাউল ইসলাম (আলবার্ট)।

 

্রিন্ট

আরও সংবদ