খুলনা | সোমবার | ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১

নাশকতা মামলায় গ্রেফতার কেসিসির সাবেক প্যানেল মেয়র রফিউদ্দিন ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক |
০৮:২৮ পি.এম | ৩০ নভেম্বর ২০২৪


নাশকতা মামলায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকা মেইন রোড থেকে তাঁকে গ্রেফতার করা হয়। রফিক সাবেক সেনা প্রধান শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদ ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুনু রেজার বড় ভাই। তিনি নগরীর ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
খুলনা মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মোঃ তাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এস এম রফিউদ্দিন রফিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা গণহত্যা মামলায় অভিযুক্ত। তাছাড়া তাঁর বিরুদ্ধে নগরীর খালিশপুর থানায় দু’টি নাশকতা মামলা রয়েছে (নং-যথাক্রমে ১০ ও ১১)। মামলা দু’টি গত ৩০ আগস্ট খালিশপুর থানায় দায়ের করা হয়। ওই মামলার একটিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। 
উপ-কমিশনার তাজুল ইসলাম আরও বলেন, গ্রেফতার এস এম রফিউদ্দিন আহমেদ রফিককে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও লাইসেন্স করা অস্ত্রের বিষয়ে জানতে চাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে সাবেক সেনা প্রধানের বোন ও সংরিক্ষত আসনের সাবেক সংসদ সদস্য রুনু রেজা আত্মগোপনে আছেন। 

্রিন্ট

আরও সংবদ