খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

সন্ত্রাসী হামলায় জখম বিএনপি নেতা বোয়িং মোল্লার অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৫ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৪


সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ৩০নং ওয়ার্ড বিএনপি’র সদস্য আমির হোসেন বোয়িং মোল্লা গুরুতর জখম হন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে এঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আমির হোসেন বোয়িং মোল্লা কেসিসি’র ৩০নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আমান উল­ার ছোট ভাই এবং খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে পারিবারিক সমস্যা সমাধানে টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে সালিশে বসেন বোয়িং মোল্লা। এ সময় কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষ তাকে লক্ষ্য করে গুলি করে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান।
শুক্রবার রাতে তালতলা হাসপাতালের সামনে কেরাম টুর্নামেন্ট চলছিল। স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে তিনি সেখানে উপস্থিত হন। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে অস্ত্রধারীরা ধারালো অস্ত্রদিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়। তার মাথায় ও পিঠের আঘাতগুলো গুরুতর বলে জানা গেছে।
এলাকাবাসী আরও জানান, কুপিয়ে জখম করার পর মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য অস্ত্রধারীরা সেখানে ৪ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনার পর ওই এলাকার মানুষ দিক-বিদিক ছুটাছুটি করতে থাকে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন পরিবারকে। ঢাকায় না নিয়ে পরিবারের সদস্যরা তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা থানায় অফিসার ইনচার্জ মনির উল গিয়াস বলেন, রাতে সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলার বিষয়ে তিনি আর কিছু জানাতে পারেননি।

্রিন্ট

আরও সংবদ