খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

খুলনা ক্লাবের ১১ সদস্যের পদত্যাগ চার সদস্যের অন্তর্বর্তী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক |
০৭:০৩ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৪


খুলনা ক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সবাই  স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পরবর্তী কমিটি গঠন না হওয়া পর্যন্ত তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ও ডাঃ মোস্তফা কামালকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে ক্লাবে অবস্থান  নেয়ার পর এ দায়িত্ব হস্তান্তরিত হয়। এ সময় ক্লাবের বাইরে সেনা সদস্যরা অবস্থান করছিলেন।
দায়িত্ব হস্তান্তরকালে ক্লাবের বিদায়ী সভাপতি গালিব কাপাডিয়া বলেন, স্বেচ্ছায় কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য পদত্যাগ করেছে। ক্লাবের পরবর্তী কমিটি গঠন না হওয়া পর্যন্ত প্রকৌশলী মশিউর জামানের নেতৃত্বে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি ও ডাঃ মোস্তফা কামাল অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণের পর মশিউজ্জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ