খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৭:০৯ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৪


পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছেন বাংলাদেশ যুবারা। দুবাইয়ে মারুফ মৃধা-ইকবাল হোসেন ইমনদের বোলিং তোপে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ১১৭ রানে গুটিয়ে যান পাকিস্তান যুবারা। ৩ উইকেট হারিয়ে ১৬৭ বল হাতে রেখে অনায়াসে ১১৮ রানের লক্ষ্য তাড়া করেছে আজিজুল হাকিম তামিমের দল।

টুর্নামেন্টে চার ম্যাচে তৃতীয়বার অন্তত ফিফটির দেখা পেলেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক তামিম। ১১৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৮ রানে দুই ওপেনারকে হারায় তারা। ১৪ বল মোকাবিলা করে রানের খাতা খোলার আগেই দলীয় ২০ রানে ফেরেন কালাম সিদ্দিকী। ১৭ রান করে আউট হয়েছেন আরেক ওপেনার ওপেনার জাওয়াত আবরারও।

তৃতীয় উইকেটে তামিম ও শিহাব জেমসের জুটিতে সে ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। ৫৭ রানের জুটি গড়ে দলীয় ৮৫ রানে ফেরেন শিহাব। স্পিনার নাভিদ আহমেদ পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দিলেও ম্যাচ তখন অনেকটাই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ২৬ রান এসেছে শিহাবের ব্যাট থেকে। চতুর্থ উইকেটে রিজান হোসেনকে সঙ্গে নিয়ে ২২.১ ওভারে চার মেরে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম।

৪২ বলে ৬১ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক তামিম। ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা। রিয়াজ অপরাজিত থাকেন ৫ রানে। পাকিস্তানের আলী রিয়াজ, নাভিদ ও আবদুল সোবহান একটি করে উইকেট নিয়েছেন।

তার আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। সবশেষ যুব এশিয়া কাপে কাঁধেকাঁধ মিলিয়ে লড়েছিলেন ইমন-মৃধারা। সেবার সেমিফাইনালে ভারত ধরাশায়ী হয়েছিল তাঁদের কাছে। এবার হলো পাকিস্তান। শুধু দুজনের বোলিং ফিগারে অদল-বদল।

গতবার সেমিতে মৃধা শিকার করেছিলেন ৪ উইকেট, আর ইমনের ছিল ২ উইকেট। এবার ইমন নিলেন চারটি, মৃধা নিলেন দুটি। ৩৭ ওভারে ১১৭ রানেই গুঁড়িয়ে দেন পাকিস্তান যুবাদের। মিডল অর্ডার ব্যাটার ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান। মোহাম্মদ রিয়াজউল্লাহ ২৮ ও অধিনায়ক সাদ বেগ করেছেন ১৮ রান।

আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ভারতের যুবারা। আগামী পরশু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। শারজায় টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে লাকভিন আবেসিংহের (৬৯) ফিফটিতে ৪৬.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৫ রান করে শ্রীলঙ্কা। ভারতের পেসার চেতন শর্মা নিয়েছেন ৩ উইকেট। বৈভব সূর্যবংশীর তাণ্ডবে ২১.৪ ওভারে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করেছে ভারত। ৩৬ বলে ৬৭ রান করেছেন ওপেনার সূর্যবংশী। ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চার।

্রিন্ট

আরও সংবদ