খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

ব্যক্তি স্বার্থের নয়, দেশের স্বার্থে নীতি নিয়ে কাজ করতে হবে : মোংলায় লায়ন ড. শেখ ফরিদুল

মোংলা প্রতিনিধি |
০৭:৪৭ এ.এম | ০১ ডিসেম্বর ২০২৪


মোংলায় সব ধর্মাবলম্বীদের নিয়ে অসাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় মোংলা উপজেলা বুড়িরডাঙ্গা দ্বিগরাজ কেন্দীয় মন্দির মাঠে বিএনপির উদ্যোগে এ সমাবেশ আয়োজন করেন উপজেলা ও পৌর ও বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

এ সম্প্রীতি সমাবেশের সভাপতিত্ব করেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পঙ্কজ বিশ্বাস। এতে প্রধান অতিথি হিসেবে ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট’র বাগেরহাট জেলার সদস্য সচিব শিমুল চন্দ্র রায়, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব মো: মান্নান হাওলাদার, বিএনপি নেতা আবু হোসেন পনি, বাবলু ভুইয়া, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, রনি বাবুল, সফরুল হায়দার সুজন, আঃ রাজ্জাক, যুবদল নেতা এম এ কাশেম, ও  খালিদ মাহমুদ সোহাগ এছাড়া আরো উপস্তিত ছিলেন, যুবনেতা  সেলিম রেজা, বাইজিদ বোস্তামি রাব্বি, মোল্যা কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, মাহবুব হোসেন, মোঃ জসিম খান,  রামপাল উপজেলা বিএনপির নেতা আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী অজিয়ার রহমান, জাহিদুল ইসলাম, সহ সমাবেশে হিন্দু, মুসললিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. ফরিদুল ইসলাম বলেন, সমুদ্রের মতো বিশালতা ও সুন্দরবনের মতো সজিবতা নিয়ে মানুষের মাঝে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, ব্যক্তি স্বার্থের জন্য কোন কাজ করবেন না, দেশের স্বার্থে নীতি নিয়ে কাজ করার আহবান জানান বিএনপির এ নেতা। তিনি মোংলার সকল স্তরের নেতাকর্মীদের উদ্দোশ্য করে বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশের দল করি। আমরা কারো স্বার্থে দল করি না। সামনে দিনে নেতা নির্বাচনে টাকার বিনিময়ে কাউকে ভোট দিবেন না। মন যাচাই করবেন, বিপদের পুর্বের দিনগুলোকে কে আপনাদের পাশে থেকে সাহস যোগিয়েছে। আপনাদের সাথে হঠাৎ করে উঠে এসে জুড়ে বসেনী। যদি মোংলা-রামপাল থেকে নমিনেশন না পাই তা হলেও আপনাদের কাছে থেকে কাজ করতে চাই। যেমন আগেও ছিলাম, এখনও আছি এবং যতদিন বেচেঁ থাকবো আপনাদের পাশে থেকে আমি আপনাদের সন্তান হিসাবে কাজ করতে চাই।

তিনি সকলের উদ্দোশ্যে বলেন, দেশে এখন নৈরাজ্য চলছে, আমরা আওয়ামীলীগের সরকারের কারনে মনখুলে কথা বলার অধিকার হারিয়েছিলাম। গত ৫ আগষ্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে বিশ্বাসী। তাই এ দেশে আমরা শান্তি কামনা করি। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে যারা গুজব ছড়ানোর চেষ্টা করে, সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং কেউ ধর্ম নিয়ে গুজব সৃষ্টি করার চেষ্টা করে তাও প্রতিহত করতে হবে। তাহলে অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব হবে। মোংলায় শান্তিপ্রিয় মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আমরা তারেক রহমানের আহবানে এই সম্প্রীতির বন্ধন দেশের প্রতিটি জায়গায় ছড়িয়ে দিতে চাই। মোংলা-রামপাল সহ দেশের শান্তি-শৃঙ্খলায় সবার সহযোগিতা কামনা করেন বিএনপির এ নেতা।

্রিন্ট

আরও সংবদ