খুলনা | বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

কুয়েটে জুলাই ’২৪ স্মৃতি আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫০ পি.এম | ০১ ডিসেম্বর ২০২৪


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পরিচালক (ছ্যত্র-কল্যাণ) এর আয়োজনে জুলাই’২৪ স্মৃতি আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।  
শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম। উদ্বোধনী খেলার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উলে­খ্য, টুর্নামেন্ট ০৬ ডিসেম্বর শুরু হয়ে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।  

্রিন্ট

আরও সংবদ